ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেতানিয়াহু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২২, ১১:০২ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেতানিয়াহু

অবশেষে ইসরায়েলের প্রধানমন্ত্রীর শপথ নিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১২০ সদস্যের নেসেটে তাঁর নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি।

৭৩ বছর বয়সী নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং তারপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে ইসরায়েলি সংসদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তিনি।

নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের মেয়াদে ‘আরব–ইসরাইল সংঘাত’ বন্ধ করা তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার হবে। সেই সঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ রুদ্ধ করতে কাজ করবেন তিনি। ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়ানোও অগ্রাধিকার তালিকায় থাকবে বলে জানান নেতানিয়াহু।

গত চার বছরেরও কম সময়ের মধ্যে চলতি বছরে ইসরায়েলে পঞ্চমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১ নভেম্বরের নির্বাচনের ফলাফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলো। যে কারণে ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে কট্টর ডানপন্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে জোট সরকার। এ নির্বাচনে নেতানিয়াহুর জয়ের পর থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সহিংসতা বেড়েই চলেছে।

Link copied!