মধ্য ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু আজ সোমবার সংবাদ সংস্থাটিকে বলেন, আটককৃত ব্যক্তিই তুরস্কের সবচেয়ে বড় শহরের ব্যস্ত রাস্তাটিতে বোমাটি ফেলে রেখে গেছেন।
গিতকাল রবিবার ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত শপিং স্ট্রিটের ফুটপাতে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি এবং সংবাদ সংস্থা আনাদলু।
এর আগে ২০১৬ সালে ইস্তিকলাল অ্যাভিনিউতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ওই হামলায় ৩৮ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছিল।