মার্চ ১৯, ২০২৩, ০২:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছে প্রকাশ করেছে উত্তর কোরিয়ার ৮ লাখ স্বেচ্ছাসেবী। পিয়ংইয়ং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশের এই ৮ লাখ নাগরিক স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে চায় বা পুনর্ভর্তিতে আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এরইমধ্যে পিয়ংইয়ং রবিবার কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সমুদ্রে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেবল শুক্রবারই দেশের সব অঞ্চলের প্রায় ৮ লাখ শিক্ষার্থী ও শ্রমিক যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় সেনাবাহিনীতে যুক্ত হতে বা পুনরায় তালিকাভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে, বলেছে উত্তর কোরীয় গণমাধ্যম রোডং সিনমুন।
রোডং সিনমুনের এক রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে তরুণদের মধ্যে এই ক্রমবর্ধমান উদ্দীপনা মূলত আমাদের অনন্য সমাজতান্ত্রিক দেশকে নির্মূলে ইচ্ছুক যুদ্ধ পাগলদের নির্দয়ভাবে নিশ্চিহ্ন এবং ব্যর্থ না হয়ে জাতীয় পুনর্মিলনীর মহান উদ্দেশ্য অর্জন করতে চাওয়া তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছার একটি প্রদর্শনী। এটা তাদের প্রবল দেশপ্রেমেরও সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
এদিকে সোমবার থেকে ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া শুরু করছে। ১১ দিন ব্যাপী ওই মহড়াটি সাম্প্রতিককালের সবচেয়ে বড় মহড়া।