এবার অসহযোগে মিয়ানমারের পাঁচ শতাধিক পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৯:৩১ এএম

এবার অসহযোগে মিয়ানমারের পাঁচ শতাধিক পুলিশ

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের চলমান সিভিল ডিজঅবেডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) বা অসহযোগ আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৬০০ জন পুলিশ সদস্য যোগ দিয়েছে। শুক্রবার  আরও ১০০ পুলিশ সদস্য সিডিএমের সঙ্গে যুক্ত হয়েছেন।

বার্মিজ গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, দেশজুড়ে সরকারি বাহিনীর দমনপীড়ন শুরুর পর থেকেই বেসামরিক নাগরিকদের অসহযোগ আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন অনেক পুলিশ সদস্য। ফেব্রুয়ারির শেষদিকে সহিংসতার পর এ সংখ্যা বাড়তে শুরু করে।

নেপিদোর একজন কর্মকর্তা জানিয়েছেন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, ট্যুরিস্ট সিকিউরিটি পুলিশ, সিকিউরিটি পুলিশ এবং প্রশিক্ষণ ডিপোর অনেক কর্মকর্তা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।

সারাদেশেই এমন ঘটনা ঘটলেও একমাত্র ব্যতিক্রম রাখাইন রাজ্য। সেখানে পুলিশের কোনও সদস্যকে অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। এ রাজ্যেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছিল সেনাবাহিনী।

নেপিডোর ওই কর্মকর্তা বলেন, স্পেশাল ব্রাঞ্চের মেজর টিন মিন তুনের সিডিএমে অংশগ্রহণ পুলিশের ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। সিডিএমে যোগদান ছাড়াও এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় চেয়েছে ১৯ পুলিশ সদস্য।

সূত্র: ইরাবতী।

 

Link copied!