পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
আজ রোববার এক বিবৃতিতে ইমরান খানকে ‘ফিতনা’ আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তারা যা করেছে, এর জন্য তাদের কিছুতেই ক্ষমা করা হবে না। ইমরান খান নিশ্চিতভাবে গ্রেপ্তার হবেন।”
এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান শাহবাজ শরিফ। তিন দিনের সফরে বৃহস্পতিবার মদিনায় পৌঁছান তিনি।
এ সময় সৌদি আরবে ইমরান খানের সমর্থকরা পাক প্রধানমনন্ত্রীর উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মদিনা পুলিশ পাঁচ পাকিস্তানিকে এ সময় গ্রেপ্তার করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী শাহজিয়ান বুগতি পৌঁছালে তাঁদের লক্ষ্য করে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকেন কিছু লোক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা এই দুজনের দিকে তেড়ে যান। তাঁরা শাহজিয়ানের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁর চুল ধরে টান দেন। তাঁরা পিটিআই–সমর্থক বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় ফয়সালাবাদ থানায় ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে মুহাম্মদ নাইম নামের একজন এফআইআর দায়ের করেন।