এবার নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের নির্দেশ তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ১০:২৮ এএম

এবার নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধের নির্দেশ তালেবানের

আফগানিস্তানের হেরাত প্রদেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। লাইসেন্স সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ খাতের পেশাজীবীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

হেরাতের ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান জান আগা আচাকজাই বলেন, আমাদের মৌখিকভাবে নারী চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শহরে নারীদের গাড়ি চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।

নারী ড্রাইভিং প্রশিক্ষক এবং একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মালিক আদিলা আদিল বলেন, তালেবানরা নিশ্চিত করতে চায়, পরবর্তী প্রজন্ম তাদের মায়েদের মতো সুযোগ পাবে না।

“আমাদের বলা হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ না দিতে এবং লাইসেন্স না দিতে”, বলেন তিনি।

মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে প্রায় দুই দশকের লড়াই শেষে গত বছরের আগস্টে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠী থেকে দেশের শাসকের বশে তারা। ক্ষমতা পাওয়ার পরই নারীদের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান।

Link copied!