দাদার ১১০ তম জন্মদিনটাকে বরাবরের মতো জমকালো আয়োজনের মধ্যে দিয়েই পালন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিমের দাদা ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নেতা কিম ইল সাং এর জন্মদিনে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ বিশেষ প্যারেডের আয়োজন করা হয়। নিজের বেলকুনি থেকে প্যারেড উপভোগ করেন কিম উন। ছবিতে দেখা গেছে, কিম ইল সাং স্কয়ারের দিকে হাত নাড়ছেন কিম উন। তবে বিশেষ এ দিনটি ঘিরে উনের কোন বক্তব্য জানা যায়নি। কিম সাং এর জন্মদিনটি উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ছুটির দিনের একটি।
কোরিয়া থেকে আলাদা হয়ে ১৯৪৮ সাল থেকে নিজস্ব স্বাধীনতা নিয়ে চলতে শুরু করে উত্তর কোরিয়া। ওই সময় থেকে একটানা ১৯৭২ সাল পর্যন্ত কিমের দাদা কিম ইল সাং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ৭২ থেকে ১৯৯৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত দেশটির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উত্তর কোরিয়ার দায়িত্ব নেন কিম জং উনের বাবা কিম জং ইল। ২০১১ সালে বাবার মৃত্যুর পর পারমানবিক অস্ত্রধর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে নিজেকে ঘোষণা করেন কিম জং উন। সেই থেকে দেশটির একক ক্ষমতায় তিনি।
কোরিয়ান পিপলস আর্মির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ এপ্রিল উত্তর কোরিয়া বড় ধরণের সামরিক প্রদশর্নীর আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে কয়েক দফা মহড়ার স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে। প্রদর্শনীতে আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের প্রদর্শনী করতে পারেন কিম জং উন। ১৯৩২ সালের ২৫ এপ্রিল কোরিয়ার পিপলস আর্মি-কেপিএ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সাল থেকে নতুনভাবে সেনাবাহিনী গঠিত হয়। স্থল,নৌ,আকাশসহ কেপিএর ৫টি শাখা রয়েছে।