কমলা হ্যারিস এবার মাদাম তুসোয়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২১, ০৭:১৩ পিএম

কমলা হ্যারিস এবার মাদাম তুসোয়

যুক্তরাজ্যের লন্ডন নগরে অবস্থিত বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোম দিয়ে তৈরী মূর্তির সংগ্রহশালা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের এই বিখ্যাত জাদুঘরেই স্থাপিত হচ্ছে কমলা হ্যারিসের মোমের মূর্তি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এক্ষেত্রে ইতিহাস গড়লেন হ্যারিস। এই প্রথম কোনও মার্কিন ভাইস প্রেসিডেন্টের মোমের মূর্তি মাদাম তুসোতে প্রদর্শিত হবে।

কমলা হ্যারিসের মূর্তি এই জাদুঘরে স্থাপনের বেশ কয়েকটি কারণ আছে। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে একাধিক রেকর্ড তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। পাশাপাশি কমলা প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া বংশদ্ভুত হিসেবে এই পদে প্রথম নির্বাচিত নারী।

কমলা হ্যারিসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মূর্তিও প্রদর্শিত হবে এই জাদুঘরে। কমলা হ্যারিসের এই মূর্তি তৈরির দায়িত্বে আছেন ভাস্কর ভিকি গ্রান্ড। টুইটারে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, কমলা হ্যারিসের মূর্তি তৈরির দায়িত্ব পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি।

সিএনএন জানিয়েছে, গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিন বাইডেন এবং কমলা হ্যারিস যে পোশাক পরেছিলেন, মূর্তিগুলোকে পরানোর জন্য সেই পোশাককেই নির্বাচন করা হয়েছে। এসব পোশাকের আদলেই এই মূর্তিগুলোকে সাজানো হবে।

 

Link copied!