মার্চ ১৪, ২০২১, ০৩:৫৯ পিএম
করোনা ভাইরাসের চিকিৎসা চলছে এমন একটি হাসপাতালে অক্সিজেন সংকটের ফলে সাতজন করোনা রোগীর মৃত্যুতে জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাতকে বরখাস্ত করেছে জর্ডান সরকার। রাজধানী আম্মানের পশ্চিমাঞ্চলীয় নতুন সল্ট গভর্নমেন্ট হসপিটালের আইসিইউ, গাইনি ও করোনাভাইরাস ওয়ার্ডে গতকাল শনিবার এক ঘণ্টার জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সাতজনের মৃত্যু হয়।
পরে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বিশের আল খাসওয়ানেহ এ ঘটনায় সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার সম্পূর্ণ দায় তার সরকারের। ‘এটা এমন একটা ভুল, যা কোনোভাবেই যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য নয়। আমি লজ্জিত।’ বিচার বিভাগীয় তদন্তের ফলের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাতও এ ঘটনায় নিজের ‘নৈতিক দায় স্বীকার’ করে নিয়েছেন।
জর্ডানের বাদশাহ আব্দুল্লাহও সরকারি হাসপাতালটি পরিদর্শন করেছেন। ‘এরকম একটি হাসপাতালে কীভাবে এমন ঘটনা ঘটল’ তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালটি কয়েক মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়। গত বছরের আগস্টে চালু হয় এটি।
জর্ডানে গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ আট হাজার ৩০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। প্রায় এক কোটি মানুষের দেশ জর্ডানে এ পর্যন্ত তিন লাখ ৮৫ হাজার ৫৩৩ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ২২৪ জনের।
সূত্র:রয়টার্স।