করোনা চিকিৎসায় আয়ুর্বেদ; বন্ধ মাদুরোর ফেসবুক পেজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১০:০৪ এএম

করোনা চিকিৎসায় আয়ুর্বেদ; বন্ধ মাদুরোর ফেসবুক পেজ

আয়ুর্বেদিক ওষুধে করোনা ভাল হয় এমন দাবি করার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ফেসবুক পেইজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

জানুয়ারিতে এক ধরণের লতা-গুল্মের কথা উল্লেখ করে মাদুরো বলছিলেন, কোভিড সারাতে কার্যকর এটি। আগামি ৩০ দিন কোন পোস্ট করতে পারবেন না মাদুরো।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, করেনাভাইরাস নিয়ে যেসব ভূয়া তথ্যনীতি আছে তার সবই ভঙ্গ করেছেন এই লাতিন আমেরিকা নেতা।

তবে, কোভিড নিয়ে ভুল তথ্য উপস্থাপনের কারণে শুধু মাদুরোই এই ধরণের পরিস্থিতির মুখে পড়েননি। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের জাইর বলসোনারোর পেজও বন্ধ করে দেয় ফেসবুক।

জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ‘নীতি অমান্য করে ভিডিও পোস্ট করায় মাদুরোর পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরণের পোস্টের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে সাধারণ মানুষ’।

খবর: বিবিসি।

Link copied!