কারাগারে দাঙ্গায় নিহত ৭৫

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:০৫ পিএম

কারাগারে দাঙ্গায় নিহত ৭৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে সোমবার রাতে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৭৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মঙ্গলবার দেশটির কারা কর্মকর্তারা জানায়, কারাগারে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধের কারণেই গায়াকুইল, কুয়েঙ্কা ও লাতাকুঙ্গা শহরের তিন কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বন্দুক ও ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছেন।

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমন্ডো মনকায়ো জানান, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে কারাগারের ভেতর দুইটি গ্রুপ সচেষ্ট ছিল। তাদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত হয়েছে।’ তিনি আরও জানান, পরে অতিরিক্ত ৮০০ জন পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

ইকুয়েডরের কারাগারগুলোতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার বিবাদ ও কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়।সম্প্রতি প্রায়ই দেশটিতে এ ধরনের ঘটনা ঘটছে।

সূত্র: আলজাজিরা

Link copied!