বিশ্বের সবদেশে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স-এর মাধ্যমে টিকা বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকা হাতে পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা।
বুধবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ৬ লাখ ডোজের চালান দেশটির রাজধানী আক্রায় পৌঁছাছে। ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘানাতে কোভিড-১৯ টিকা পৌঁছানোর মধ্য দিয়ে সঙ্কটময় পরিস্থিতি অবসানের দিকে যাত্রা শুরু হলো। দেশটিতে মহামারির অবসান ঘটাবে এ টিকা।’
চলতি বছরের মধ্যে বিশ্বের ১৯০টি দেশে কমপক্ষে ২০০ কোটি টিকার ডোজ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোভ্যাক্স। এছাড়া ৯২টি গরিব দেশে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহে নিশ্চিত করতে চায় তারা। সব দেশে করোনা টিকার সমবন্টন নিশ্চিত করতে গঠন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কোভ্যাক্স কর্মসূচি।
সম্প্রতি টিকা অসম বণ্টন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বিশ্বজুড়ে করোনার যে পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে তার ৭৫ শতাংশ মাত্র ১০টি দেশ ব্যবহার করছে। নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের এক বৈঠকেও তিনি জানান, এখন পর্যন্ত ১৩০টি দেশ এক ডোজ টিকাও পায়নি। এই অবস্থাকে মারাত্মক অন্যায্য ও অন্যায় বলে অভিহিত করেন জাতিসংঘ মহাসচিব। এই পরিস্থিতিতে বুধবার ঘানায় পৌঁছেছে কোভ্যাক্স কর্মসূচির টিকার প্রথম চালান।