লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম এখনও জীবিত আছেন এবং তিনি দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য নিজেকে তৈরি করছেন।শুক্রবার (৩০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফের বেঁচে থাকার বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরে ধোঁয়াশা ছিল। দেশটির সাধারণ জনগণও এ বিষয়ে কিছু বলতে পারেনি বা তাদের কাছে সাইফের বিষয়ে কোনো তথ্য নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও জানায়, ২০১৪ সাল থেকে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফির বেঁচে থাকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) গাদ্দাফির ছেলের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করে নিউ ইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে নাফুশ পার্বত্যাঞ্চলের জিনতান মালভূমি এলাকায় কয়েক মাস আগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক রবার্ট এফ ওয়োর্থ ও আলোকচিত্রীর সঙ্গে সাইফের দেখা হয়। ওই সময় ওই দুই সংবাদকর্মীর সঙ্গে নিজের বর্তমান অবস্থা ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাইফ আল ইসলাম।
এখনও বন্দী রয়েছেন কি না- রবার্ট এফ ওয়োর্থের এমন প্রশ্নের জবাবে সাইফ ওই সময় বলেন, তিনি এখন মুক্ত এবং দেশের রাজনীতিতে ও ক্ষমতায় যেতে কাজ করছেন।
১০ বছর আগে যারা তাকে গ্রেপ্তার করেছিল তার এখন হতাশ জানিয়ে সাইফ আল ইসলাম আরও বলেন, ওই সময়ের বিপ্লবীরা এখন বুঝতে পেরেছেন আমি তাদের একজন ভাল ও শক্তিশালী মিত্র হতে পারি। সাইফ বলেন, ‘আপনি কল্পনা করতে পারেন? আমাকে বন্দী হিসেবে পাহারা দিয়ে রাখার কথা যাদের ছিল, তারা এখন আমার ভালো বন্ধু।’
সাইফ বলেন, আমি দশ বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে আছি। আপনাকে ধীরে ধীরে, ধীরে ধীরে ফিরে আসতে হবে। আপনাকে জনগণের মন নিয়ে একটু খেলতে হবে। জনগণই আমাদের আশ্রয়স্থল। তাঁরা না থাকলে আমরা মরে যেতাম।
২০১১ সালে দেশে দেশে আরব বসন্তের ঢেউয়ের সময় লিবিয়ার শাসক গাদ্দাফির বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়। ওইসময় ন্যাটো সমর্থিত বাহিনী লিবিয়ার দীর্ঘসময়ের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করে। দেশটির বিদ্রোহীদের হাতে নিহত হন গাদ্দাফি। আর বিদ্রোহে অংশ নেওয়া একটি গোষ্ঠী সাইফ আল ইসলামকে আটক করে।গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
সাইফের আত্মপ্রকাশে গাদ্দাফির বডিগার্ডের ক্ষোভ
এদিকে, পশ্চিমা মিডিয়ায় সাইফ আল ইসলামের আত্মপ্রকাশে ক্ষোভ প্রকাশ করেছেন প্রয়াত গাদ্দাফির দেহরক্ষী ডা. জামিলা আল মাহমৌদি। নিউইয়র্ক টাইমসে কর্মরত সাংবাদিক রবার্ট এফ ওয়োর্থকে সাইফের সাক্ষাতকার দেওয়ার ঘটনা শুক্রবার (৩০ জুলাই) ওই গণমাধ্যমে প্রকাশ হলে নিজের ফেসবুকে এক প্রতিক্রিয়ায় ডা. জামিলা বলেন, ‘‘সাইফ আল ইসলাম,আপনি আমাদের নেতা এবং এই বিশাল জাতীয় ভূখন্ডের মালিক মুয়াম্মার গাদ্দাফির সন্তান। আপনি মার্কিন বা পশ্চিমা মিডিয়ার মাধ্যমে ১০ বছর পর আত্মগোপন থেকে কেন বের হয়ে আসলেন?’
প্রয়াত গাদ্দাফির এই দেহরক্ষী আরও বলেন, ‘ আপনি আমাদের সন্তান। কেন আমাদের সাথে আপনি সরাসরি কথা বলেন না? আমাদের সঙ্গে দ্বিমত থাকলেও থাকতে পারে তবে লিবিয়ার গণমাধ্যমগুলো পশ্চিমা মিডিয়াগুলো থেকে যথেষ্ট পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে। পশ্চিমা মিডিয়াগুলো আপনার এই ছবি দেখিয়ে প্রচার করতে পারে আপনি একজন গ্যাং লিডার……. এবং বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন………। দূর্ভাগ্যক্রমে হতাশা বেড়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।