চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০২:২৬ পিএম

চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক ও প্রখ্যাত পারমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান মারা গেছেন। রবিবার (১০ অক্টোবর) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে আব্দুল কাদিরের বয়স হয়েছিল ৮৫ বছর। 

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, শনিবার (৯ অক্টোবর) রাতে আব্দুল কাদিরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রবিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ইসলামাবাদের কেআরএল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কাদির। এই ঝামেলার সঙ্গে ফুসফুসে রক্তক্ষরণ যুক্ত হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। প্রখ্যাত এই বিজ্ঞানীকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সকাল ৭টা ৪ মিনিটে কাদির পরপারে পাড়ি জমান।   

বিজ্ঞানী আব্দুল কাদিরের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। এছাড়াও তার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশটির রাজনীতিবিদ, বিজ্ঞানীসহ বিশিষ্টজনরা।

Link copied!