জঙ্গিদের মদত নয়: তালেবানকে মোদি-বাইডেনের কড়া বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৫:৪৫ পিএম

জঙ্গিদের মদত নয়: তালেবানকে মোদি-বাইডেনের কড়া বার্তা

আফগানিস্তানের মাটি কোনোভাবেই জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে তালেবান প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পর জঙ্গি কার্যকলাপ নিয়ে তালেবানের উদ্দেশ্যে কড়া অবস্থান নিয়ে যৌথ বিবৃতি দেন ভারত ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনেতা।

বিবৃতিতে বলা হয়, তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যাতে তারা মেনে চলে সেই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী। মহিলা, শিশু, সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার অধিকার রক্ষা করার পাশপাশি আফগানরা চাইলে দেশ ছাড়ার অনুমতি দিতে হবে বলে বিবৃতিতে বলা হয়।

সেই সঙ্গে আফগানিস্তানের মাটি যাতে জঙ্গি কার্যকলাপে ব্যবহার না করা হয় সেটাও নিশ্চিত করতে হবে তাদের। এছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাও তালেবানকে মেনে চলতে হবে বলে বিবৃতিতে বলা হয়।

কয়েক দিন আগেই জি২০ দেশগুলির বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, আফগানিস্তানে মানবতার কথা মাথায় রেখে সব দেশগুলির এগিয়ে আসা উচিত। ওই বৈঠকেও ভারতের বার্তা ছিল, আফগানিস্তানের মাটি যাতে কোনও ভাবেই জঙ্গি কার্যকলাপে ব্যবহার না করা হয় সে দিকে নজর দিতে হবে। তালেবানকে সেই বার্তাই আরও এক বার দিল মোদি প্রশাসন।

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর গত ২৬ অগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ হয়। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান খোরাসান শাখা। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে দিকে তালেবানকে নজর দেওয়ার নির্দেশ দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Link copied!