ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আরও দুই সেনা নিহত হয়েছেন। এনিয়ে কেন্দ্রশাসিত ওই রাজ্যে দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানে ৯ সেনার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীদের পুঞ্চ জেলায় অভিযান চালানোর দুইদিন পর ওই দুই সেনার মৃতদেহ উদ্ধার করে বলে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়।
এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের সময় নিখোঁজ হওয়া একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী। জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সময়ে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ।
শনিবার(১৬ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা’ আত্মগোপনে রয়েছেন সন্দেহে পুঞ্চ জেলার মেনডার এলাকার নার খাস নামের ঘন বনে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার যৌথ অভিযান চালায়। এসময় সুবেদার অজয় সিং ও নায়েক হরেন্দ্র সিং নিহত হন।
বৃহস্পতিবার সামরিক বাহিনীর সদস্যরা আক্রান্ত হওয়ার পর থেকে ওই জেসিওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি এনডিটিভিকে জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার পুঞ্চের রাজৌরি বনে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়। ওই সময় পাল্টাপাল্টি গুলিতে যোগাম্বর সিং ও বিক্রম সিং নেগি নামে দুই সেনা নিহত হন। আর সোমবার (১১ অক্টোবর) ‘সন্ত্রাসীদের’ অবস্থানের তথ্য পেয়ে ডেরা কি গালি এলাকায় ভারতীয় সেনারা অভিযান চালালে দু’পক্ষের গোলাগুলিতে পাঁচ সেনা মারা যায়।