সাবেক প্রধামন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ’র (পিটিআই) সকল সদস্য গণহারে পদত্যাগ করে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে বের হয়ে গেছেন।
সোমবার স্থানীয় সময় বিকেলে ডেপুটি স্পিকার কাসের সুরির সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়।েএদিন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা থাকায় সব সংসদ সদস্য জাতীয় পরিষদে উপস্থিত হন।
তবে অধিবেশন শুরু হওয়ার পর পিটিআই’র সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা গণহারে পদত্যাগ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না।
তার এ ঘোষণার পর ডেপুটি স্পিকার কাসের সুরিও অধিবেশন ছেড়ে বের হয়ে গেলে তার জায়গায় স্পিকারের দায়িত্ব পালন করেন মুসলিম লিগ-এন এর আয়াজ সাদিক। মুসলিম লিগের (এন) এই সিনিয়র নেতা গত শনিবার দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি পরিচালনা করেছিলেন।
এদিকে পিটিআইয়ের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে নতুন প্রধানমন্ত্রীর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছিল ইমরান খানের দল।
কিন্তু তিনিও নির্বাচনের আগে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করায় এখন শেহবাজ শরীফ একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।