টানা ৫ম বার সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ৯৯তম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ১০:১১ এএম

টানা ৫ম বার সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ৯৯তম

বিশ্বের ১৪৬ টি দেশকে পেছনে ফেলে সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা পঞ্চম বছরের মতো শীর্ষে অবস্থান করছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে অসুখী দেশের তকমা পেয়েছে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান। এই ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে লেবানন। 

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবার করোনা মহামারির আগে এবং পরে মানুষের আবেগ তুলনা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে অ্যানালিটিক রিসার্চ গ্যালাপ থেকে পাওয়া তথ্যও রিপোর্ট তৈরিতে ব্যবহার হয়েছে। এবারে দশমবারের মতো হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হলো।

স্থানীয় সময় গতকাল শুক্রবার জাতিসংঘের বার্ষিক সূচকের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বৈশ্বিক সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৯৯ তম অবস্থানে রয়েছে। ১০ স্কেলে বাংলাদেশের স্কোর এসেছে ৫ দশমিক ০২৫। তালিকায় প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ১৩৬তম ও পাকিস্তানের ১০৩ তম। 

দশ বছর আগেও কানাডা পঞ্চম স্থানে ছিল, যা ধীরে ধীরে প্রথম ১৪-এ ঠেকেছে। শীর্ষ বিশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯তম স্থানে। যুক্তরাজ্য এবং চেক প্রজাতন্ত্র যথাক্রমে ১৭তম এবং ১৮ তম স্থানে রয়েছে, তারপর বেলজিয়াম রয়েছে ২০তম স্থানে।  

মূলত ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতা সহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়। তার উপরেই নির্ভর করে, কোন দেশ তালিকায় কত নম্বরে থাকবে। তবে এবার দেখা যাচ্ছে ২০২১ সালে যে তালিকা প্রকাশিত হয়েছিল তার মধ্যে ১-১০ এর মধ্যে যারা ছিল তারাই মোটামুটি রয়েছে। তবে কেবলমাত্র অস্ট্রিয়া এই প্রথম ১০ থেকে বেরিয়ে গিয়েছে।

আর এই তালিকায় সবথেকে অসুখী দেশ আফগানিস্তান। জিম্বাবুয়ের পরেই একেবারে লাস্ট বেঞ্চে বসেছে আফগানিস্তান। কার্যত মন খারাপের দেশ। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে গত আগস্টে তালেবান আবার ক্ষমতা গ্রহণের পর থেকে তার মানবিক সংকট গভীরতর হয়েছে।

এদিকে সেই তালিকায় রাশিয়া আর ইউক্রেন কত নম্বরে আছে? তালিকায় দেখা যাচ্ছে রাশিয়া রয়েছে ৭৫ তম স্থানে ও ইউক্রেন রয়েছে ১০৮তম স্থানে। তবে এই রিপোর্ট ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর আগেই অবশ্য তৈরি হয়েছিল এই রিপোর্ট।

প্রথম ২০তে কারা কোন স্থানে

১)ফিনল্যান্ড,২)ডেনমার্ক,৩) সুইজারল্যান্ড, ৪) আইসল্যান্ড ৫) নেদারল্যান্ড ৬) নরওয়ে ৭) সুইডেন, ৮) লুক্সেমবার্গ, ৯)  নিউজিল্যান্ড,১০) অস্ট্রিয়া, ১১) অস্ট্রেলিয়া, ১২) ইসরায়েল, ১৩) জার্মানি, ১৪) কানাডা, ১৫) আয়ারল্যান্ড, ১৬)কোস্টারিকা, ১৭)যুক্তরাজ্য, ১৮) চেক রিপাবলিক, ১৯) যুক্তরাষ্ট্র, ২০) বেলজিয়াম

তালিকায় সবার নীচে যেসব দেশ

জাম্বিয়া,সিয়েরা লিওন,ভারত,বুরুন্ডি, ইয়েমেন,তানজানিয়া, হাইতি, মালাউই, লেসেথো, বতসোয়ানা, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

 

Link copied!