জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ রাজধানী টোকিওতে তার বাড়িতে পৌঁছেছে। শনিবার মোটর শোভাযাত্রা করে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার রাতে নীরবতা পালনের মধ্য দিয়ে আবেকে স্মরণ করা হবে। ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে মঙ্গলবার তাকে সমাহিত করা হবে। তবে তাকে প্রকাশ্যে শ্রদ্ধা নিবেদন করা হবে কিনা, তা নিয়ে কিছু বলা হয়নি।
শুক্রবার সকালে নির্বাচনী প্রচারে এক বন্দুকধারীর গুলিতে মারা যান শিনজো আবে। টোকিও থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে নারা শহরের একটি সড়কের মোড়ে গুলিবিদ্ধ হন আবে। শনিবার ঘটনাস্থলে সাবেক এই প্রধানমন্ত্রীর একটি ছবি রাখা হয়েছে। এতে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের দীর্ঘ সারি ছিল।
এ ঘটনা পুরো জাপানকে শোকাহত করেছে। জাপানে বন্দুক হামলা কিংবা রাজনৈতিক সহিংসতা একেবারেই বিরল। পশ্চিমাঞ্চলীয় শহর নারায় যেখানে হামলা হয়েছে, সেখানেও শোকার্তদের ভিড় দেখা গেছে। এ হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেন রাজনীতিকরা।