দক্ষিণ আফ্রিকায় ডারবানের এক হোস্টেলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত সাত জন নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুই জন।
স্থানীয় সময় শনিবার (৩ জুন) ডারবানের কোয়াজুলু-নাটালে এই হামলার ঘটনা ঘটে। নেদারল্যান্ডভিত্তিক গণমাধ্যম বিএনও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলে প্রবেশ করেই বন্দুকধারী আচমকা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওইসময় বেশ কয়েকজন মদ্যপান করছিলেন।
কোয়াজুলু-নাটালের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরে নয়জন ব্যক্তি ওই হোস্টেলে মদ্যপান করছিলেন। তখন অজানা এক বন্দুকধারী ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে তাদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে সাতজনই মারা যায়।আর গুরুতর আহত হন আরও দুইজন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র জে নাইকার বলেছেন, উমলাজিতে পুলিশ সাতটি হত্যা এবং দুটি হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেছে।
তিনি আরও বলেন, কেন গুলি চালানো হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তের জন্য প্রাদেশিক টাস্ক টিমের গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।