আগস্ট ৪, ২০২২, ০৯:৩৯ এএম
চীন বৈশ্বিক সম্মেলনগুলোতে যোগ দিতে তাইওয়ানকে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বিশ্ব নেতাদের তাইওয়ান সফরে আসা থেকে চীন বিরত রাখতে পারবে না বলেও জানান ৮২ বছর বয়সী মার্কিন এই রাজনীতিক ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার তাইওয়ান সফর শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে পেলোসি বলেন, “দুঃখজনকভাবে, তাইওয়ানকে বৈশ্বিক সম্মেলনগুলোতে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে।সাম্প্রতিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যেতে বাধা দেওয়া হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আপত্তির কারণে।”
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই স্পিকার বলেন, তাইওয়ানের নেতাদের বৈশ্বিক সম্মেলনগুলোতে যেতে চীন হয়ত তারা বাধা দিতে পারছে। তবে দেশটি বৈশ্বিক নেতাদের বা পৃথিবীর কাউকে তাইওয়ানে যেতে ও তাদের গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতে, তাইওয়ানের বিভিন্ন সাফল্য এবং আমাদের অব্যহত সাহায্যের প্রত্যয় ব্যক্ত করতে বাধা দিতে পারবে না।”
প্রসঙ্গত, ‘চীনের হুমকি-ধামকি’ উপেক্ষা করে গত মঙ্গলবার রাতে তাইওয়ানে যান ন্যান্সি পেলোসি।
বুধবার সকালে দেশটির পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। সেখানে তিনি ভাষণ দেন।
পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন,“ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরও বাড়াতে চান।”একই সঙ্গে তিনি তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত করেন।
পেলোসির সফরকে ঘিরে তাইওয়ানের আশপাশে বিভিন্ন সামরিক কর্মকাণ্ড চালানোর ঘোষণা দেয় চীন। পাশাপাশি বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরণের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।