তারাবির নামাজের সময় ইমামের কাধে উঠল বিড়াল, ভিডিও ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০৭:৪০ পিএম

তারাবির নামাজের সময় ইমামের কাধে উঠল বিড়াল, ভিডিও ভাইরাল

চলছিল তারাবির নামাজ। মসজিদভর্তি মুসল্লি। তাদের নিয়ে নামাজ পড়াচ্ছেন ইমাম। এমন সময় একটি বিড়াল এসে ইমামের জায়নামাজে ঘুরলো। এরপর ইমামের কাঁধে উঠে বসলো। ইমাম তখন মনোযোগী নামাজ পড়ানোর দিকে। তিনি বিরক্ত না হয়ে বিড়ালের গায়ে একটি হাতও বুলিয়ে দেন। গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে এমন ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

ওই ভিডিওতে দেখা গেছে, বিড়াল কাঁধে ওঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সাথে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি  ইমামের মুখের সাথে মুখও লাগায় সেই বিড়াল। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়। 

আল-অ্যারাবিয়া জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। তিনি আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম। সামজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।

ইসলামের দৃষ্টিতেও বিড়ালের প্রতি বিশেষ রকমের ভালোবাসা আছে। বিড়াল লালন-পালন করাও জায়েজ। বিড়াল পালনে ঘরে ইঁদুরের উৎপাত কমে আসে। এছাড়া মাছের কাঁটা, খাবারের ঝুটা খেয়ে আমাদের পরিবেশকেও রাখে সুন্দর ও পরিষ্কার। ইসলামে বিড়াল পালনকে যতটা সমর্থন করা হয়েছে আর কোনো পোষা প্রাণীকে এতটা করা হয়নি। বিড়াল পালনকে উৎসাহ দিয়ে অনেক হাদিস ও মাসাআলা রয়েছে।

ইসলামের নবী মোহাম্মদ (সা.)-এর প্রিয় সাহাবি আব্দুর রহমান (রা.) বিড়াল পালন পছন্দ করতেন। জামার আস্তিনের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘুরাফেরা করতেন। এক দিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল (সা.)-এর দরবারে উপস্থিত হন। সেসময় ছানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসুল (সা.) তাকে রসিকতা করে ‘ইয়া আবু হুরায়রা’ অর্থাৎ ‘হে বিড়ালের পিতা’ বলে সম্বোধন করলেন। প্রিয় শিক্ষকের ওই ডাকটা তাঁর মনে ধরে। সিদ্ধান্ত নেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে। হয়ে যান আবু হুরায়রা (বিড়ালের পিতা)। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনিই আবু হুরায়রা নামে পরিচিত। মোহাম্মদ (সা.) তাঁকে ওই নামেই ডাকতেন।

আল-আরাবিয়া

Link copied!