আফগানিস্তানে আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে নবগঠিত তালেবান সরকার। তালেবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চীন, রাশিয়া, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরান।
তালেবানের একজন কেন্দ্রীয় নেতা রাশিয়ান সংবাদমাধ্যম স্পুৎনিককে বলেছেন, আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিন ধার্য করা হয়েছে’।
এদিকে চীন, রাশিয়া, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ যেসব দেশকে আমন্ত্রণ জানানোর দাবি তালেবান করেছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কাবুল দখলের ২২ দিন পর মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছেন সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান।