তেলের সংকট মেটাতে উৎপাদন বাড়ানোর ঘোষণা ভেনেজুয়েলার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ১১:৩৬ পিএম

তেলের সংকট মেটাতে উৎপাদন বাড়ানোর ঘোষণা ভেনেজুয়েলার

উত্তর আমেরিকার বাজারে তেলের সংকট মেটাতে প্রতিদিন চার লাখ ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলনের সক্ষমতা রয়েছে ভেনেজুয়েলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভেনেজুয়েলান অয়েল চেম্বারের প্রধান রেইনালদো কুইন্তেরো এসব কথা বলেছেন। সম্প্রতি কয়েকজন মার্কিন কর্মকর্তা ভেনেজুয়েলার কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে দেখা করেছেন বলে খবর প্রকাশের পর এমন তথ্য জানিয়েছেন তিনি।

গত শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেন শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা। পরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে ভেনেজুয়েলাকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনেজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা।

Link copied!