তেহরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মস্কো: ল্যাভরভ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৭:০৫ পিএম

তেহরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মস্কো: ল্যাভরভ

পরমাণু কর্মসূচিসহ যেকোনো বিষয়ে ইরানের সাথে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় মস্কোর দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

সের্গেই ল্যাভরভ বলেন, “তার দেশ ভিয়েনা সংলাপে স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি। তিনি আরো বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনও বিশ্বাসঘাতকতা করবে না।”

সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখিয়ে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলো দাবি করে, ইরানের সঙ্গে ভিয়েনায় চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন ইউক্রেন ইস্যুতে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অজুহাতে ইরানের সঙ্গে লেনদেন করতে অসুবিধার সম্মুখীন না হয়।

ক্রেমলিন এ ব্যাপারে হোয়াইট হাউসের কাছ থেকে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে।

এর আগে, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে দোষারোপ না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন।

Link copied!