দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০৬:০৩ এএম

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

ভয়াবহ এবং নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। হ্যালোইন উৎসব চলাকালে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ও গণ হার্টঅ্যাটাকে অন্তত ১৫১ জন মারা গেছেন। সেখানে আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা বিবিসি জানাচ্ছে, ১৫১ জন মারা গেছেন ও ১৫০ জন আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের ইতাওয়ান এলাকার একটি সরু সড়কে বেশ কয়েকজন অজ্ঞান ব্যক্তিকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড় সেখানে। ছবিতে রাস্তায় দেহবাহী ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। 

ইয়ংসেন ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান চই সিয়ং বিয়ম বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা আহতদের দ্রুত সিউলের হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। বিনোদন শহর ইতাওয়ানে পদদলিত হয়ে ওই ঘটনা ঘটে। 

করোনা মহামারির পর এবারই প্রথমবারের মতো মাস্ক ছাড়াই উন্মুক্ত স্থানে হ্যালোইন উৎসবের আয়োজন করা হয় সিউলে। হ্যালোইন উদযাপন উপলক্ষে একটি জনপ্রিয় নৈশকেন্দ্র এলাকায় লক্ষ মানুষ জমায়েত হন। সন্ধ্যার আগে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিড়কে অনিরাপদ উল্লেখ করে পোস্ট করেছিলেন। 

দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দুর্যোগ মোকাবিলাকারীদের তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন। একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, এ ঘটনার পর নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়েছে। 

সূত্র: বিবিসি। 

Link copied!