ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৮:৫৩ পিএম
ভারতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যে ক্ষমতাসীন আম আদমী পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিার টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। এদিকে মণীশের গ্রেফতারকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ বলে নিন্দা জানিয়েছে আম আদমী পার্টি (আপ)।
মণীশ সিসোদিয়া গ্রেফতার হতে পারেন বলে কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অরবিন্দ কেজরীবাল। গোপন সূত্রে তিনি এই খবর জানতে পেরেছেন এবং এটা বিজেপির ষড়যন্ত্র বলে জানিয়েছিলেন তিনি। তারপর এদিন জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করলে মণীশ সিসোদিয়া নিজেও গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন।
ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ১০টায় নিজ বাসা থেকে সিবিআই অফিসের উদ্দেশ্যে রওনা হন মণীশ। এ সময় ভবিদ্বাণী করে তিনি টুইটার বার্তায় লিখেন, “ওরা মিথ্যা অভিযোগে আজ আমাকে গ্রেফতার করতে পারে। তবে যদি কয়েক মাস জেলে কাটাতে হয়, তাতেও আমি ভয় পাই না।” তাঁর অসুস্থ স্ত্রীকে দেখভালের জন্য আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছে অনুরোধও করেছেন তিনি।
পাল্টা তাঁকে আশ্বস্ত অরবিন্দ কেজরীবালের টুইটে জানান, “ঈশ্বর তোমার সঙ্গে আছেন মণীশ। দেশের জন্য যদি তোমার জেলও হয়, সেটা গৌরবের। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে এস। দিল্লির মানুষ তোমার জন্য অপেক্ষা করে থাকবে।” তাঁর স্ত্রীর খেয়াল রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে, উপ-মুখ্যমন্ত্রীকে মিথ্যা অভিযোগে সিবিআই তলব করেছে অভিযোগ তুলে এদিন রাস্তায় নামেন আপ নেতা-সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে সিবিআই হেড কোয়ার্টারের সামনে থেকে দিল্লির মন্ত্রী গোপাল রাই, আম আদমী পার্টির সাংসদ সঞ্জয় সিংসহ ৫০ জনকে আটক করেছে দক্ষিণ দিল্লি পুলিশ। উত্তেজনা এড়াতে সিবিআই হেড কোয়ার্টারের সামনে লোধি রোড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে মণীশ সিসোদিয়ার বাড়ির সামনেও চারস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এবং ব়্যাফ নামানো হয়েছে।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসাবে সিবিআইয়ের এফআইআর-এ নাম রয়েছে মণীশ সিসোদিয়ার। এর আগে গত অক্টোবরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তারপর তাঁকে গ্রেফতারও করা হয়। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ফের সিসোদিয়াকে তলব করেছিল সিবিআই। তখন তিনি দিল্লির অর্থমন্ত্রী হওয়ার কারণে বাজেট পেশ পর্যন্ত সময় চেয়ে নেন তিনি। তার প্রেক্ষিতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই।