শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম আর রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে সস্তায় কেরোসিন এবং পেট্রোল কেনার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করতে করতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে একজনের নাম চামিন্দা পুষ্পা কুমারা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি পেশায় চালক ছিলেন। ড্রাইভিংয়ের চাকরি ঠিকভাবে করার জন্য বাসে জ্বালানি ভরাটাও তার গুরুত্বপূর্ণ কাজ ছিল।আর সেটা করতে তেলের দীর্ঘ লাইনে অপেক্ষাও করতে হতো তাকে। দীর্ঘ লাইনে অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় তার মৃত্যু হয়।
এদিকে, আবার জ্বালানির জন্য নিজেদের মধ্যে মারামারির একটি পর্যায়েও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে। এরকম মারা যাওয়া এক ব্যক্তির পরিবারের সাথে কথা বলেছে বিবিসি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে শ্রীলঙ্কার সরকার।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ পৃথক দু’টি স্থানে পেট্রোল এবং কেরোসিন তেল কেনার জন্য সারিতে দাঁড়িয়ে অপেক্ষার সময় ৭০ বছরের কোটায় থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়।
ওইসময় দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোর পুলিশের মুখপাত্র নালিন থালদুওয়া বলেছিলেন, নিহতদের মধ্যে একজন ৭০ বছর বয়সী থ্রি-হুইলার চালক। তিনি ডায়াবেটিক এবং হার্টের রোগী ছিলেন। এছাড়া অন্যজন ৭২ বছর বয়সী। দু’জনই জ্বালানি তেলের জন্য প্রায় চার ঘণ্টা ধরে সারিতে অপেক্ষা করছিলেন।’