পাকিস্তান

দেশে শান্তি ফিরিয়ে আনতে দরকারে রাজনীতি থেকে সরে দাঁড়াব: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২৩, ১১:০২ পিএম

দেশে শান্তি ফিরিয়ে আনতে দরকারে রাজনীতি থেকে সরে দাঁড়াব: ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এখন ক্ষমতাদীনদের দাপটে কোনঠাঁসা। তাঁর এবং তাঁর নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সরকার লাগাতার হামলা-মামলা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইমরান খান বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে দরকারে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। বুধবার লাহোরের নিজ বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সাবেক ক্রিকেটার কাম রাজনীতিক ইমরান খান এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সরকারের সাথে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যে কোনো ব্যক্তির সাথে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। 

এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়বো। 

দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী হবে? 

তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’

পিটিআই প্রধান ইমরান তাঁর ভাষণে অক্টোবরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন। ইমরান বলেন, পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্য ক্ষমতাসীন পক্ষগুলোর। দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট শেষ ভরসা মন্তব্য করে ইমরান খান দেশের গণতন্ত্র বাঁচাতে সর্বোচ্চ আদালতের বিচারকদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ক্ষমতাসীনদের সাথে আলোচনার জন্য কমিটি গঠনে প্রস্তুত বলে জানান।

প্রসঙ্গত, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান।

ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়। কিন্তু সেনাবাহিনীর কার্যালয়ে হামলার ঘটনায় সামরিক আইনে বিচার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। এমন পরিস্থিতিতে পিটিআইয়ের শীর্ষ নেতারা সামরিক বিচারের মুখোমুখি হতে পারেন। সামরিক বিচার এড়াতেই পিটিআই নেতারা এরই মধ্যে দলত্যাগ করতে শুরু করেছেন।

আকস্মিক এসব পদত্যাগের ঘটনায় ইমরান খান বলেন, ধরপাকড় চালিয়ে তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের দল থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। বুধবারের ভিডিও ভাষণে এমন অভিযোগ করেন তিনি।

Link copied!