দ্রুত নির্বাচন দাবি করলেন ইমরান খান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:১৮ পিএম

দ্রুত নির্বাচন দাবি করলেন ইমরান খান

পাকিস্তানে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি। কারণ, এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ কাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, তাদেরকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।

ইমরান খান বলেন, যদি জোট সরকার আমাদেরকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরে তাহলে জনগণকে ডাক দেয়া ছাড়া আমাদের হাতে বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে। রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশ যদি অব্যাহতভাবে ভুগতে থাকে তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা খুব কঠিন হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন পিটিআইয়ের একটিই কাজ। তাহলো পুরো দেশকে ঐক্যবদ্ধ রাখা।

উল্লেখ্য, সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ।ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট।

অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

মূলত সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানকে।

Link copied!