 
						
                            
                                                        ‘নতুন ধাপের’ লড়াইয়ে পূর্ব ইউক্রেনের ক্রেমিন্না শহরের দখল নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। শহরটির আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেছেন, সবদিক থেকে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনীয় সেনাদের শহরটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রুশ সেনারা শহরটি দখলে নিয়েছেন। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর নতুন ধাপের অভিযান শুরুর পর এটিই তাঁদের নিয়ন্ত্রণে যাওয়া প্রথম শহর।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর আগের হিসাব অনুসারে ক্রেমিন্না শহরে ১৮ হাজারের বেশি মানুষের বসবাস ছিল। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, ‘দানবেরা (রুশ বাহিনী) ক্রেমিন্নার নিয়ন্ত্রণ নিয়েছে। তারা শহরের ভেতরে ঢুকে গেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে হয়েছে। তারা নতুন করে বিভিন্ন সুরক্ষিত জায়গায় অবস্থান নিয়েছে এবং রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।’
সেরহি হাইদাই আরও বলেন, ‘কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তার সংখ্যা হিসাব করা অসম্ভব। আমাদের কাছে প্রায় ২০০ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য আছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।’ তবে সেরহি মৃত ব্যক্তিদের যে সংখ্যা জানিয়েছেন, তা কোন সময় থেকে হিসাব করা হয়েছে, সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি তিনি।
চলমান লড়াইয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। গতকাল দেশটির সেনারা পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল লক্ষ্য করে হামলা জোরদার করেন।
সূত্র: আল জাজিরা
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    