নরেন্দ্র মোদির জন্মদিনকে ঘিরে ২০ দিনের কর্মসূচী ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:৩০ পিএম

নরেন্দ্র মোদির জন্মদিনকে ঘিরে ২০ দিনের কর্মসূচী ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির ৭১ তম জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। একইসাথে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্মদিন ও সাংবিধানিক পদে নিরবচ্ছিন্ন ২০ বছর থাকা উপলক্ষে আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির ‘সেবা ও সমর্পণ অভিযান’।

২০ দিনের কর্মসূচিতে একাধিক ইভেন্টের আয়োজন করতে হবে বলে নির্দেশ জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এজন্য দলের সব রাজ্য ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মোদির জন্মোৎসব ও ‘জনসেবার দুই দশক’ পালন করা হবে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে আজ বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিজেপির বিভিন্ন বুথ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে ৫ কোটি পোস্টকার্ড পাঠানো হচ্ছে।

চিঠিতে দলীয় সদস্যদের বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভার্চুয়াল ইভেন্টেও যোগ দেওয়া যাবে।

দলের বিবৃতিতে আরও বলা হয়েছে, এ উপলক্ষে সব জনপ্রতিনিধি রেশন বিতরণ কেন্দ্রে যাবেন এবং সেখানে ভিডিও ক্লিপ তৈরি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। পাশাপাশি দলের যুব সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করবে।

শুক্রবার উত্তরপ্রদেশের ৭১টি জায়গায় গঙ্গা পরিষ্কার অভিযানে নামবেন বিজেপি কর্মীরা। দলের পক্ষে বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন ও তার সাফল্যের কথা নিয়ে আয়োজিত ইভেন্টে যোগ দিতে বুদ্ধিজীবী এবং বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন ভাষায় বিখ্যাত ব্যক্তিদের মতামত ও প্রতিবেদন প্রকাশ করা হওয়ার কথা রয়েছে।

এদিকে কংগ্রেসের যুব শাখা আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘জাতীয় বেকারত্ব দিবস’ উদযাপন করার ঘোষণা করেছে। যুব কংগ্রেসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় বেকারত্ব দিবস’ এর আওতায় সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

সংগঠনের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বলেন, মোদি সরকার প্রতিবছর ২ কোটি চাকরি দেওয়ার বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু আজ কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের ইস্যুতে সম্পূর্ণ নীরব। দেশে বেকারত্বের হার এক বছরে ২.৪ শতাংশ থেকে ১০.৩ শতাংশ হয়েছে। সরকার তরুণদের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

Link copied!