নাইজেরিয়ার পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যের দুই জায়গায় বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার কারণ জানা যায়নি।
শনিবার (৮ এপ্রিল) রাতে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত গোলাগুলি চলে।
নিহতের মধ্যে ওই রাজ্যের এমগবানে বাস্তুচ্যুত লোকদের জন্য বানানো একটি ক্যাম্প থেকে ২৮ জন এবং ওটুকপো স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত উমোগিদি গ্রাম থেকে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংসতা বেড়ে গেছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরণের হত্যাকাণ্ড হরহামেশাই ঘটে। কিন্তু প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা বাহিনী হামলার খবর অনেক পরে পেয়ে থাকেন।