নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান করা বলে মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। শনিবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
পোপ ফ্রান্সিস বলেন, যেহেতু মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং বিশ্বকে ঐক্যবদ্ধ রাখেন, তাই আসুন মায়েদের ঊর্ধ্বে এবং নারীদের সুরক্ষায় বড় ধরনের উদ্যোগ গ্রহণ করি।
তিনি বলেন, নারীরা কত যে সহিংসতার শিকার হচ্ছেন! যথেষ্ট! একজন নারীকে আঘাত ঈশ্বরকে অপমান করা।
এসময় নারীদের ওপর নির্যাতন বন্ধে জোরালো আহ্বান জানান পোপ ফ্রান্সিস। সূত্র: সিএনএন