ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবীতে চলা বিক্ষোভের টানা ৩৭ তম সপ্তাহে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত বছর জুলাই থেকে আন্দোলনকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। শনিবার বিক্ষোভ চলাকালীন সময় নিরাপত্তা বাহিনী ও নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা চালায়।
জেরুজালেম শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে এবং বেশকিছু সড়ক ও গুরুত্বপূর্ণ সেতুতে বিক্ষোভকারীরা মিছিল-সমাবেশ করছে। শনিবার ইসরাইল অধিকৃত ভূখন্ডের হাজেরায় একটি সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল নেতানিয়াহুর। সেখানে বিক্ষোভকারীরা সমাবেশের আয়োজন করলে তাদের ওপর হামলা চালায় নেতানিয়াহুর সর্মথকরা।
আগামী ২৩ মার্চ দেশটিতে চতুর্থবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের জন্য গত নভেম্বরে অন্তত দুইটি অপরাধ মামলায় নেতানিয়াহুকে ইসরাইলের আদালত অভিযুক্ত করে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে- দেশটির একটি গণমাধ্যমের নির্বাহীদেও তিনি ৫০ কোটি ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে গণমাধ্যমগুলো তার পক্ষে সংবাদ প্রকাশ বা সম্প্রচার করে। যা তার দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হতে সাহায্য করে। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: আরব নিউজ।