নেপোলিয়নের মেয়ের গয়না নিলামে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২১, ০৬:১৩ পিএম

নেপোলিয়নের মেয়ের গয়না নিলামে

কিংবদন্তি  ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দত্তক কন্যা স্টিফানি ডি বেউহার্নাইসের ব্যবহৃত, প্রায় ২০০ বছরের পুরোনো মহামূল্যবান নীলাকান্তমনি ও হীরার গয়না নিলামে উঠতে যাচ্ছে ।

আগামী সপ্তাহে জেনেভার ক্রিশ্চিয়াসে আয়োজিত নিলাম অনুষ্ঠানে বিক্রি হতে যাচ্ছে গয়নাগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৮ থেকে ১৯ শতকের প্রাপ্ত মহামূল্যবান সম্পদগুলোর মধ্যে এটিই একমাত্র বিরল সম্পদ, যার সঙ্গে ফরাসি সম্রাট নেপোলিয়নের সরাসরি সম্পর্ক রয়েছে।

ধারণা করা হয়, রত্নপাথরগুলো ১৯ শতকের গোড়ার দিকে নেপোলিয়ন এবং তাঁর স্ত্রী জোসেফিনে ডি বেউহার্নাইসের পালিত কন্যা স্টিফানি তার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলেন।

নিলামে ওঠা সেটটির মধ্যে মোট ৯ টি আইটেম রয়েছে এবং প্রতিটি আইটেম আলাদাভাবে বিক্রি করা হবে বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ। সেটটির মধ্যে আছে একটি নেকলেস, একটি টায়রা, লকেট এবং একজোড়া দুল।

নিলামের ক্যাটালগ অনুযায়ী রত্নগুলির বাজারমূল্য হতে পারে ৪৩০,০০০ থেকে ৭৫০,০০০ সুইস ফ্র্যাঙ্ক (৪৭১,০০০ ডলার থেকে ৮২১,০০০ ডলার)। যা বাংলাদেশী টাকায় প্রায় ৪ থেকে ৮ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে নিলামের ১৪৪ লটের আন্ডারে এলিট জুয়েলারি প্রোপার্টিজ হিসেবে বিক্রি হবে রত্নগুলো।

 

Link copied!