অক্টোবর ২৯, ২০২২, ০১:০৫ পিএম
যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর নিজের বাড়িতে হাতুড়ি হামলার শিকার হয়ে মাথা ফেটে গেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির (৮২)। তবে পল পেলোসি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসির এক মুখপাত্র।
স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ওই হামলার ঘটনায় ডেভিড ডেপাপে (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়েছে বলে জানিয়েছেন সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান।
এক বিবৃতিতে স্পিকার পেলোসির ওই মুখপাত্র জানান, হামলার পরপরই দ্রুত পলকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ফেটে যাওয়া মাথা, আঘাত পাওয়া ডান হাত ও বাহুতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।পল দ্রুতই সুস্থ হয়ে উঠবেন- চিকিৎসকরা এমনটাই আশা করছেন বলেও তিনি জানান।
সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান উইলিয়াম স্কটের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার পর স্পিকার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে দেখতে চেয়েছিল। না পেয়ে তার স্বামী পল পেলোসিকে (৮২) হাতুরি দিয়ে পেটায়। এতে পল মাথায় ও ডান হাতে আঘাত পান।
ঘটনার বিষয়ে অবহিত এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে রয়টার্সকে জানান, পেলোসির তিন তলা লাল ইটের বাড়িটির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেই ‘ন্যান্সি কোথায়?’ বলে চেঁচাতে থাকে। কিন্তু উত্তর না পেয়ে ন্যান্সির স্বামী পলের ওপর হামলা চালায়। পুলিশ এসে ডেপাপেকে পলের ওপর আঘাত করতে দেখে ও তাকে বাধা দিয়ে গ্রেপ্তার করে।
সন্দেহভাজন হামলাকারীর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হতে পারে-এমন ইঙ্গিত দিয়েছে বেশ কিছু ওয়েবসাইট।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জরুরি নাম্বার ৯১১ এ ফোন দিয়ে ‘সাংকেতিকভাবে’ কথা বলেছিলেন, তিনি হামলার মধ্যে আছেন সরাসরি তা বলেননি; কিন্তু তিনি যার সঙ্গে কথা বলেন ওই লোক বুঝতে পারেন কিছু একটা অঘটন ঘটেছে।
ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার ঘটনায় আসছে যুক্তরাষ্ট্রের ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের মাত্র ১২ দিন আগে এ হামলার ঘটনাটি ঘটল। মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে তা নির্ধারিত হবে।