জুলাই ১৫, ২০২২, ১২:৪৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বকে ভয়াবহ পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রক্সি যুদ্ধে লাগিয়ে দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সাবেক কংগ্রেসওম্যান এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলের অন্যতম মনোয়নপ্রত্যাশী তুলসিসী গাব্বার্ড এই মন্তব্য করেছেন।
বুধবার রাতে ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তুলসি গাব্বার্ড এসব কথা বলেছেন।
তিনি বলেন, “বাইডেন প্রশাসন এবং ওয়াশিংটনের নেতারা আমাদেরকে কতটা মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছেন আমেরিকার জনগণকে তা বুঝতে হবে।”
হাওয়াইয়ের এই ডেমোক্র্যাট নেত্রী প্রধান দৃশ্যপট এবং বড় ঝুঁকির দিকে মনোনিবেশ করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে যুদ্ধ ধীরে ধীরে বাড়ছে।
তুলসি গাব্বার্ড বলেন, জো বাইডেন নিজেই বলেছেন, “এই যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে তা তার জানা নেই কিন্তু আমরা জানি যে এই যুদ্ধ আরো ছড়িয়ে পড়ছে।” গাব্বার্ড বলেন, “ইউক্রেনের এই যুদ্ধ আমাদেরকে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।”
তিনি আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের নেতাদেরকেই সমালোচনা করে বলেন, এসব নেতা সংকটের ব্যাপারে উদাসীন এবং তারা রাশিয়ার সাথে যুদ্ধের ভয়াবহ ঝুঁকিকে উপেক্ষা করছেন। এ সময় তিনি পরমাণু হামলা সম্পর্কে সাধারণ মানুষের করণীয় নিয়ে প্রচারিত সাম্প্রতিক পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এর কথা উল্লেখ করেন।