পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদকে গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০২:৫২ পিএম

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদকে গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গ্রেপ্তার হয়েছেন। রশিদ তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। পাকিস্তানে সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে 'হত্যার ষড়যন্ত্রের' অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে মুরি মোটরওয়ে থেকে রশিদকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবরে বলা হয়, আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ভাগ্নে শেখ রশিদ শফিক অবশ্য পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন কর্তৃপক্ষ তাঁকে রাওয়ালপিন্ডিতে তাঁর বাড়ি থেকে আটক করেছে, মোটরওয়া থেকে নয়।

ইসলামাবাদের আবপারা থানায় রশিদের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তান পিপলস পার্টির রাওয়ালপিন্ডি ডিভিশনের সভাপতি রাজা ইনায়াত ওর রেহমান। সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে। 

রশিদ আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

সূত্র: জিওটিভি

Link copied!