পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিংহ চন্নী। ক্যাপ্টেন অমন্দ্রে সিংহ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি চরণজিৎ এ পদে বসতে চলেছেন। রবিবার (১৯ সেপ্টেম্বর) কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
চরণজিৎ সিংহ পাঞ্জাবের দলিত রাজনীতি থেকে উঠে এসেছেন তিনি। অমরেন্দ্রর মন্ত্রিসভায় তিনি কারিগরী শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে পাঞ্জাবর দায়িত্বে থাকা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানান, পরিষদীয় নেতা হবেন চন্নী। এরপরই স্পষ্ট হয়, তিনি হতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।
অমরেন্দ্র সিংহের পদত্যাগের পর এ পদে অনেকের নাম শোনা গিয়েছিল। প্রবীণ নেতা অম্বিকা সোনির নামও শোনা গিয়েছিল। শেষমেশ চরণজিং সিংহই হচ্ছেন মুখ্যমন্ত্রী।
সূত্র: আনন্দবাজার।