রাশিয়ায় এক আলোচিত মডেলের মরদেহ উদ্ধার করা হয়েছে একটি স্যুটকেস থেকে। এই মডেল বছরখানেক আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করার পর থেকেই নিখোঁজ ছিলেন। গ্রেটা ভেডলার নামে ২৩ বছর বয়সী ওই মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুতিনকে সাইকোপ্যাথ বা উম্মাদ অভিহিত করে বলেছিলেন, ‘রাশিয়ায় সবাইকে এক দলে আনতে পুতিনের কর্মকাণ্ডের পরিণতি হবে কান্না’।
পুতিনের সমালোচনাকারী সেই মডেল গ্রেটা ও তার বয়ফ্রেন্ড দিমিত্রি
ইতিমধ্যে গ্রেটার সাবেক বয়ফ্রেন্ড দিমিত্রি করোভিন (২৩) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে গ্রেটার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পুতিনের মনোভাব নিয়ে তার মন্তব্যের কোনো সম্পর্ক নেই। জিজ্ঞাসাবাদে দিমিত্রি আরও জানান, এক বছরেরও বেশি সময় আগে মস্কোতে টাকা-পয়সা নিয়ে ঝগড়ার জের ধরে তিনি গ্রেটাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর মরদেহ একটি স্যুটকেসে পুরে সেটি তিনদিন নিজের হোটেল রুমেও রেখেছিলেন বলে দিমিত্রি জানান। সেখান থেকে স্যুটকেসটি গাড়িতে তুলে ৩০০ মাইল দূরের লিপেতস্ক শহরে নিয়ে গাড়ির বুটেই রেখে দেন।
গ্রেটার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে দিমিত্রি নিজেই নতুন পোস্ট দিতে থাকেন, যাতে কেউ গ্রেটার অনুপস্থিতি বুঝতে না পারে। পোস্টগুলো দেখে ইউক্রেনের খারকিভে বসবাসকারী গ্রেটার এক বন্ধুর সন্দেহ হলে তিনি মস্কোতে পরিচিত একজনকে গ্রেটার খোঁজ নিতে বলেন। ওই ব্যক্তি গ্রেটা নিখোঁজ হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত করতে গিয়েই মরদেহের সন্ধান পান গোয়েন্দারা।
এই ব্রিফকেসেই মিলেছে গ্রেটার মরদেহ। ছবি: সংগৃহীত
২০২১ সালের জানুয়ারিতে পুতিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন গ্রেটা ভেডলার। বিভিন্ন আন্দোলনে পুতিনের দমন-পীড়ন নিয়ে গ্রেটা উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়গুলোকে তিনি একটি বৃহত্তর রাশিয়া গড়তে পুতিনের চেষ্টা বলে মন্তব্য করেন। গ্রেটার এই হত্যাকাণ্ড এসব পোস্টের সঙ্গে সম্পৃক্ত নয় ইতিমধ্যে রুশ গোয়েন্দারা জানিয়েছেন।
সূত্র: ডেইলি মেইল