প্রেমিকের ঘরে উঠতে রাজপ্রাসাদ ত্যাগ জাপানী রাজকুমারীর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ০৯:০৫ পিএম

প্রেমিকের ঘরে উঠতে রাজপ্রাসাদ ত্যাগ জাপানী রাজকুমারীর

প্রেমিককে বিয়ে করে রাজকীয় মর্যাদা ত্যাগ করলেন জাপানের রাজকুমারী ম্যাকো। একইসঙ্গে রাজ পরিবারের যাবতীয় সুবিধা এবং আচার-অনুষ্ঠানও ত্যাগ করতে হয়েছে তাকে।

সূর্যোদয়ের দেশ জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী যদি সাধারণ কাউকে বিয়ে করেন, তাহলে তাকে রাজকীয় পদবি ছাড়তে হয়। তবে পুরুষ সদস্যদের জন্য এধরনের কোনো বিধান নেই।

দীর্ঘদিনের প্রেমিক কিই কুমুরোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে রাজকীয় মর্যাদা বিসর্জনের পাশাপাশি ম্যাকো রাজপরিবারের বিয়েতে যেসব আচার-অনুষ্ঠান হয় সেগুলোও ত্যাগ করেছেন। পরিবার ত্যাগের সময় রাজপরিবারের নারী সদস্যদের এককালীন অর্থ দেওয়ার রীতি রয়েছে সেই অর্থও নেননি ম্যাকো।  

ম্যাকোর প্রেমিক কুমুরো যুক্তরাষ্ট্রে কর্মরত থাকায় এই নবদম্পতি যুক্তরাষ্ট্রেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের এ সিদ্ধান্তকে সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কলের ঘটনার সঙ্গে ‍তুলনা করা হচ্ছে। এরই মধ্যে তারা ‘জাপানের হ্যারি-মেগান’ হিসেবে পরিচিতি পেয়ে গেছেন।।

Link copied!