ফের রক্তাক্ত টেক্সাস, শপিংমলে বন্দুকধারীর গুলিতে ঝরে গেল ৯ প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ১০:২৪ এএম

ফের রক্তাক্ত টেক্সাস, শপিংমলে বন্দুকধারীর গুলিতে ঝরে গেল ৯ প্রাণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেক্সাসে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার(৬ মে) অঙ্গরাজ্যটির অ্যালেন শহরের একটি শপিংমলে প্রবেশ করে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে ধারণা করছে  পুলিশ কর্তৃপক্ষ।

টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।

অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, বন্দুকধারীর গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাতের মধ্যে দুজনের মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। তবে আহতরা কেমন আছেন সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

 

প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের ৩০ এপ্রিল অঙ্গরাজ্যটির ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে প্রবেশ করে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে এক শিশু ও দুই নারীসহ অন্তত পাঁচজন প্রাণ হারান।

এর আগে, ১৬ এপ্রিল দেশটির আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ছয়জন মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হন। গত বছরের ১৫ অক্টোবর সন্ধ্যায় মেক্সিকোতে একটি বারে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়। একই বছরের ২৫ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯টি শিশুসহ একুশ জন নিহত হয়।

Link copied!