সেপ্টেম্বর ২৯, ২০২২, ১০:৫৮ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। বর্তমানে এটি হারিকেন ৪ ক্যাটাগরিতে রূপ নিয়ে প্রবল ঝড় ও বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে দেশটিতে ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ‘চরম বিপজ্জনক’ হারিকেনটি ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আছড়ে পড়ে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গাড়িগুলো দূরে ভেসে যাচ্ছে। হারিকেনটি ফোর্ট মায়ার্সের দক্ষিণে উপকূলীয় শহর নেপলসকে আঘাত করেছে৷
হতাহতের খবর এখনো জানা যায়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফ্লোরিডা, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনার রাজ্যগুলোর কয়েক লাখ মানুষ বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্লোরিডা থেকে প্রায় ২৫ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এ অঞ্চলে কয়েক শ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।