পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৯ পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৪ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় ইনাটা স্বর্ণখনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে বন্দুকধারীরা ওই হামলা চালায়। এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, রবিবার ইনাটাতে একটি স্বর্ণের খনিতে ওই হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোনো বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে আরও বলেন, ‘বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জনই পুলিশ। একজন সাধারণ নাগরিকও রয়েছেন।’
তিনি বলেন, এটি একটি পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ওই এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীর বেশির ভাগই আল কায়দা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত।