মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের ফোনালাপ আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু এতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জন্য সমর্থন এবং তেলের মূল্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক সমর্থন তৈরিতে কাজ করছেন তখন এই খবর সামনে এসেছে।
মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইউএই এর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান উভয়েই সম্প্রতি বাইডেনের সঙ্গে কথা বলার অনুরোধে সাড়া দেননি।
ইয়েমেনের গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আরও বেশি সহায়তা চায় সৌদি আরব। এছাড়া রিয়াদের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সাহায্য এবং যুক্তরাষ্ট্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আইনি দায়মুক্তি চায় মধ্যপ্রাচ্যের দেশটি। আর এসব দাবির কথা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।