ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে নেওয়ার দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ইয়েভগেনি প্রিগোজিন বলেন, “ওয়াগনার সেনারা দীর্ঘদিন ধরে ঘেরাও করে রাখা বাখমুতের দখলে নিয়ে শহরটির প্রশাসনিক ভবনগুলোতে রাশিয়ার পতাকা উড়িয়েছে।
ওয়াগনার বাহিনীর প্রধান আরও বলেন, “আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। শত্রুরা শহরের পশ্চিমাংশে জমায়েত হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত নেই যে, ৭০ হাজার বাসিন্দার শহরটির রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।”
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াগনার বাহিনী প্রধানের দাবি অস্বীকার করে বলেছেন, বাখমুতে দুই বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, “বাখমুত এবং আভদিভকাসহ বেশ কয়েকটি শহরে তুমুল লড়াই চলছে। শত্রুরা (রুশ সেনারা) বাখমুতে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে আমাদের সেনারা সাহসিকতার সঙ্গে হামলা প্রতিহত করে শহরটি রক্ষার চেষ্টা করছে।”
এর আগে, গতকাল রবিবার এক ভিডিও বার্তায় আভদিভকা, মারিয়াঙ্কা এবং বাখমুতে সাহসিকতার সঙ্গে লড়াই করা ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানান জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “বিশেষ করে বাখমুতে যারা লড়ছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ সেখানকার পরিস্থিতি সত্যিই উত্তপ্ত।”