বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২৩

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০৮:৩৬ পিএম

বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২৩

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) কাশ্মীরের সুধনটি জেলা থেকে রাওয়ালপিন্ডিগামী ওই যাত্রীবাহী বাসটি উল্টে গিরিখাদে পড়ে গেলে আহত হয়েছেন আরও অন্ত ৮ জন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, ৪০ আসনের যাত্রীবাহী বাসটি বালোচ থেকে যাত্রা শুরু করেছিল। ৭ কিলোমিটার যাওয়ার পরে এতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। পরে বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে। তারপর হঠাৎ ডানদিকে ঘুরে রাস্তা থেকে ৫০০ মিটারেরও বেশি নিচে স্থানে পড়ে যায়।

পুঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ নাঈম খান বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডনকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে স্থানীয় একটি হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে ৫ জনকে কোটলি জেলায় এবং ৩ জনকে বালুচের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

ডন’র প্রতিবেদনে আরও বলা হয়, কাছেই একটি তাঁবুর নিচে পাকোড়া বিক্রি করা একজন হকার বাসটিকে ডুবতে দেখে মাঝিয়ারি গ্রামের একজনকে টেলিফোনে বিষয়টি জানান। পরে তিনি লাউডস্পিকারে বাস ডোবার বিষয়টি ঘোষণা দিয়ে গ্রামবাসীদের উদ্ধারে সহায়তা করতে দুর্ঘটনাস্থলে ছুটে যেতে অনুরোধ করেন।

প্রসঙ্গত,পাকিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হতে দেখা যায়। সেখানকার রাস্তাগুলোর অবস্থাও বেশ খারাপ। গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পুঞ্চ ও নীলুম জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থীসহ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং ৩২ জন আহত হন। অন্যদিকে মুজফফরাবাদ জেলায় আরেক সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন।

Link copied!