করোনাভাইরাসে বিশ্বব্যাপী দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়ে গেছে। বুধবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ কোটি ৪ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ কোটি ৭ লাখের বেশি লোক।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বুধবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৭ লাখ ৮১ হাজার ৭৯৫ জন মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৮ হাজার ৪৬০। সোমবার পর্যন্ত মারা যায় ৫৭ লাখ ৫৮ হাজার ৫৯৩ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় ১৩ হাজার ৩৩৫ জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৮৬৭ জন ও তার আগের দিন সোমবার ৬ হাজার ৩৪১ জন মারা যায়।
করোনায় শনাক্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০ কোটি ৪ লাখ ৩১ হাজার ৮৯৮ জন। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৯ কোটি ৮০ লাখ ৭ হাজার ২১৮। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৬৮০ জন। গতকাল মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ২১ লাখ ২৪ হাজার ৫৪৮ জন এবং তার আগের দিন সোমবার ১৮ লাখ ৫৭ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ কোটি ৭ লাখ ৪২ হাজার ৯৪২ জন। বুধবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১৬১ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ৯১৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৭২৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৯৭ জন এবং ২ হাজার ৬৯৭ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন এবং ১ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩০ জন। এই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৪৪১ জন।
রাশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৬৯৮ জন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৩৬১ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ৩১৪ জন।
এ ছাড়া তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৪১ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বুধবার গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ২৬৮ জন, কানাডায় ১০৯ জন, আর্জেন্টিনায় ২৮৪ জন, গ্রিসে ১০৮ জন, হাঙ্গেরিতে ৯৪, পোল্যান্ডে ২৮৬ জন, ইরানে ১১৪ জন, জাপানে ১২২ জন এবং ভিয়েতনামে ৯৭ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।