বিপুল ভোটে জয়ী হয়ে ভারতে উপরাষ্ট্রপতি হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়।
উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। আলভা পেয়েছেন ১২৮ ভোট। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন ধনকড়।
২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকড়। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে থাকাকালীন মমতা দলের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। চলতি বছরের ১৬ জুলাই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। সেদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ ও উচ্চকক্ষ রাজ্যসভার ২৪৫ জন সদস্যের ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে এই মুহূর্তের শূন্য পদের সংখ্যা ৮। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কোনো পক্ষকে সমর্থন না করার সিদ্ধান্ত নেওয়ায় মোট ভোটার সংখ্যা কমে দাঁড়ায় ৭৪৪। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।